<article> <p><strong>আওয়াজ শুনে মনে হচ্ছে শুটিং স্পটে আছেন...</strong><br /> একটি নাটকের শুটিংয়ে আছি, আমার সঙ্গে আছেন মোশাররফ করিম ভাইয়া। পরিচালক সোহেল আহসান। স্পটে অনেকে কথা বলছেন। সেই আওয়াজই পাচ্ছেন।</p> </article> <p><strong>‘গার্লস স্কোয়াড—সিজন ৩’-এর প্রথম পর্ব মুক্তি পেয়েছে বৃহস্পতিবার রাতে। কেমন সাড়া পাচ্ছেন?</strong><br /> প্রথম ও দ্বিতীয় সিজন যাঁরা দেখেছিলেন তৃতীয় সিজনও তাঁরা দেখছেন। এরই মধ্যে বেশ সাড়া পাচ্ছি। অনেকে দারুণ সব মন্তব্য করছেন। আশা করছি আরো দুই-এক দিন গেলে ভালোভাবে বুঝতে পারব দর্শকরা এই সিজন কতখানি পছন্দ করেছেন।</p> <article> <p><strong>আগের চেয়ে অভিনয়ে কম পাওয়া যাচ্ছে আপনাকে। কারণ কী?</strong><br /> প্রথম দিকে আমার গল্প বা নির্মাতা বেছে নেওয়ার সুযোগ ছিল না। এখন সেই সুযোগটি হয়েছে। আমি আর পছন্দের বাইরে কাজ করছি না। তাই অভিনয়ে একটু কম পাওয়া যাচ্ছে, এটাই স্বাভাবিক।</p> </article> <article> <p><strong>ভালোবাসা দিবস ও ঈদের কোনো নাটক-টেলিছবি করেননি?</strong><br /> এখনো নির্দিষ্ট করে করা হয়নি। আসলে অনেক নাটকই তো এর মধ্যে শুটিং করলাম। কোনো নির্মাতা বলেননি এটি ঈদের বা ভালোবাসা দিবসের জন্য। তবে দেখা যাবে হঠাৎ করে নাটকগুলো ঈদ বা ভালোবাসা দিবসে প্রচারিত হচ্ছে।  </p> </article> <article> <p><strong>এখন তো বেশির ভাগ নাটক ইউটিউবে প্রকাশিত হয়, টিভি চ্যানেলে খুব কম প্রচারিত হয়। এটি কি ভালো না মন্দ দিক?</strong><br /> আমি এত বড় বিষয়ে কথা বলতে চাই না। যুগের সঙ্গে তাল মিলিয়ে তো চলতে হবে। নির্মাতারা এখন ইউটিউবের জন্যই বেশি নাটক নির্মাণ করছেন। ইউটিউবে নাটক ভালো সাড়াও পাচ্ছে। কোনো কোনো নাটক এক দিনে পাঁচ মিলিয়নও ভিউ পায়। তার মানে এখানে দর্শক আছে। মন্দের কিছু তো দেখছি না।</p> <p><strong>এবার থার্টি ফার্স্ট নিয়ে কিছু পরিকল্পনা করেছেন?</strong><br /> সিদ্ধান্ত নিয়েছি পরিবারসহ ব্যাংকক যাব। সেখানে এক সপ্তাহ থাকব। এ বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিন ব্যাংককেই কাটবে আমার।</p> <p><strong>প্রেমিকের ছবি প্রকাশ করেছিলেন। বিয়ে করবেন কবে?</strong><br /> এই রে! এত দ্রুত বিয়ের কথা আসছে কেন? আগামী দুই-তিন-চার বছরে তো কোনোভাবেই সম্ভব নয়। অন্তত পাঁচটি বছর যেতে দিন। তারপর এসব নিয়ে ভাবা যাবে।</p> <p><strong>বলেছিলেন নতুন বছরে সিনেমার খবর দেবেন...</strong><br /> খবর তো দিতে চাই, কিন্তু কোনো কিছু তো চূড়ান্ত হচ্ছে না। যেসব ছবির প্রস্তাব পাই তার কোনোটির গল্প ভালো লাগলে নির্মাতা পছন্দ নয়, নির্মাতা পছন্দ হলে সহশিল্পী হয় না। কী যে ঝামেলায় পড়েছি! এখন প্রথম ছবিটি তো বুঝেশুনে করতে হবে। কোন ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে, সারাজীবন মানুষ তা জানতে চাইবে। বলার মতো ছবি না হলে লজ্জায় পড়তে হবে তখন।</p> <p><strong>নতুন ওয়েব সিরিজ বা ছবি করছেন না?</strong><br /> কথা চলছে। হয়তো নতুন বছরেই শুরু করতে পারব। তখন জানাব। আমার ডাক পড়েছে, এখনই শট দিতে হবে। মোশাররফ করিম ভাইয়া অপেক্ষা করছেন।</p> </article>