<p>দীর্ঘদিন ধরে একে অপরের প্রেমে ভাসছিলেন কিয়ারা আদবানি আর সিদ্ধার্থ মালহোত্রা। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। নিজেদের বিবাহিত জীবন নিয়ে খুব একটা খোলামেলা নন এই তারকা দম্পতি। নিজেদের রসায়ন আড়াল রাখতেই পছন্দ করেন তারা। তবে ‘কফি উইথ করণ ’-এর চলতি সিজনে এক আড্ডায় হাজির হয়েছিলেন সিদ্ধার্থ। সেখানেই জানান কিয়ারাকে নাকি তাঁর পরিচিত নামে ডাকেন না তিনি। স্ত্রীকে এক আদুরে নামে ডাকেন তিনি।</p> <p>সিদ্ধার্থের কোন ডাকে কিয়ারা সাড়া দেন এমন প্রশ্নে সিদ্ধার্থ বলেন, ‘কিয়ারাকে আমি হয় ‘কি’ নামে ডাকি... না হলে ‘লাভ’ বা ‘বে’ বলে ডাকি।’সিদ্ধার্থের এই উত্তরের ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীদের নানান ধরেনের মন্তব্যের ঢল। অনেকে লিখেছেন, এই জুটির প্রেম দেখে নাকি মনের সব কষ্ট ভুলে যান তাঁরা।</p> <p>অভিনেত্রীর নাম কিয়ারা হলেও অভিনেত্রীর আসল নাম  আলিয়া। এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, বলিউডে পা রাখার আগে নিজেকেই নতুন নাম দিয়েছিলেন তিনি। কিয়ারা জানান, বলিউড তারকা সালমন খান নাকি তাঁকে নাম বদল করার পরামর্শ দিয়েছিলেন। একই ইন্ডাস্ট্রিতে একই নামের দুই নায়িকা থাকলে নাকি এক জনের সাফল্যে অন্য জন চাপা পড়ে যান। তত দিনে আলিয়া ভাট বলিউডের পরিচিত মুখ। তাই সেই সমস্যা এড়াতেই নাকি নিজের নাম বদলে ‘কিয়ারা’ রাখেন অভিনেত্রী।</p> <p>২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ ছবিতে প্রথম জুটি বেঁধে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তখন জনসমক্ষে নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেননি। তবে তার বছর দুয়েকের মাথায় চার হাত এক হয়েছে এই জুটির। </p>