<article> <p>১৮ নভেম্বর গাইতে ঢাকায় এসেছিলেন ভারতের দুই জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর ও ইমন চক্রবর্তী। ওই দিন রাতেই উত্তরা ক্লাবে গান পরিবেশন করেন তাঁরা। ‘মোহ মোহকে’খ্যাত মোনালি গতকাল সকালের ফ্লাইটে ভারতে ফিরে গেছেন।</p> <p>তবে ‘তুমি যাকে ভালোবাসো’খ্যাত ইমন চক্রবর্তী অবশ্য গতকালও ঢাকায় ছিলেন। বিশ্বকাপে নিজের দেশের ফাইনাল খেলা ঢাকায় বসেই দেখেছেন তিনি। আজ দুপুরের ফ্লাইটে ভারতে ফিরে যাওয়ার কথা ইমনের।</p> </article> <article>মোনালির শোটি উপস্থাপনা করেছিলেন শান্তা জাহান। তিনি বলেন, ‘অসাধারণ এক রাতের সাক্ষী হয়ে থাকলাম। তাঁর কণ্ঠে লাইভ গান শুনতে দারুণ লেগেছে। এমনিতেই আমি তাঁর ভক্ত। শো শেষে অনেক গল্প হলো। আমাদের দেশের গানের খোঁজখবরও নিলেন। সময়টি দারুণ কাটিয়েছি।’</article>