<p>রাত পোহালেই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-অষ্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল নিয়ে ইতোমধ্যেই টানটান উত্তেজনা। টানা ১০ ম্যাচে জিতে ফাইনালে পা রেখেছে ভারত। অন্যদিকে অষ্ট্রেলিয়াও জিতেছে সর্বশেষ ৮টি ম্যাচ। ফাইনাল ঘিরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সাজ-সাজ রব। কিন্তু শেষ হাসি হাসবে কে? বিশ্বকাপ ট্রফি উঠবে কার হাতে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।</p> <p>এই মুহূর্তে বিশ্বকাপের ফাইনাল ঘিরে চলছে তুমুল প্রস্তুতি। এর মধ্যেই ফাইনালের আগে টিম ইন্ডিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন দক্ষিণের এক অভিনেত্রী। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তার এই মন্তব্য। যা ঘিরে চলছে আলোচনা।</p> <figure class="image"><img alt="1" height="678" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/saikot/370825363_1413827522525898_6865549706646141016_n.jpg" width="600" /> <figcaption><sup><em>তেলেগু অভিনেত্রী রেখা বোজ</em></sup></figcaption> </figure> <p>বিশ্বকাপ জিতলেই নাকি নগ্ন হবেন তেলেগু অভিনেত্রী রেখা বোজ! বিশাখাপত্তনমের সমুদ্র নগ্ন হওয়ার কথা জানিয়েছেন তিনি। এই মন্তব্যের পরই চরম বিদ্রুপের শিকার হয়েছেন নায়িকা।</p> <p>২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। তখনও এই রকম মন্তব্য করেছিলেন পুনম পান্ডে। ভারত জিতলে তিনিও নগ্ন হওয়ার কথা জানিয়েছিলেন। তবে ভারত বিশ্বকাপ জেতার পর সেকথা রাখেননি পুনম।</p> <figure class="image"><img alt="1" height="750" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/saikot/340653588_2049323481938086_6521658302922068344_n.jpg" width="600" /> <figcaption><sup><em>তেলেগু অভিনেত্রী রেখা বোজ</em></sup></figcaption> </figure> <p>এবার ভারত বনাম অষ্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের আগে এরকম বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন এই তেলেগু অভিনেত্রী। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করে তুলোধনা করেছেন তাকে। যদিও অভিনেত্রী কোনও প্রতিক্রিয়া জানাননি।</p>