<p>একসঙ্গে দুটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন অভিনেতা-প্রযোজক ও পরিচালক মাসুম পারভেজ রুবেল। ‘স্বপ্নচূড়া’ ও ‘জানের দোস্ত’ নামের ছবি দুটি প্রযোজনা করবে ড্রিম আনলিমিটেড। এরই মধ্যে পরিচালক সমিতিতে ছবি দুটির নাম নিবন্ধন করেছেন রুবেল। এখন চলছে পাণ্ডুলিপির কাজ।</p> <p>ডিসেম্বরের মধ্যে প্রি-প্রডাকশন গুছিয়ে জানুয়ারির মাঝামাঝিতে শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন তিনি। ছবির পাত্র-পাত্রী এখনো চূড়ান্ত না করলেও দুটি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে রুবেল নিজেই অভিনয় করবেন। প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম আনলিমিটেডের কর্ণধার একরামুল হক ভুঁইয়া বলেন, ‘চলচ্চিত্রের বাণিজ্যিক জায়গাটা দারুণ বোঝেন রুবেল ভাই। ৩০ বছর ধরে চলচ্চিত্রে আছি, আমাদের দারুণ সম্পর্ক। আপাতত দুটি ছবি শুরু করছি, সামনে আরো তিনটি ছবি করব আমরা।’</p> <p>ছবি পরিচালনা নিয়ে রুবেল বলেন, ‘অভিনয়ের পাশাপাশি পরিচালনাটাও আমি খুব উপভোগ করি। বেশির ভাগ ছবিই নির্মাণ করেছি নিজের প্রযোজনায়। কারণ প্রযোজক স্বাধীনতা না দিলে ভালো ছবি নির্মাণ করা সম্ভব হয় না। একরামুল হক আমাকে সেই স্বাধীনতা দিয়েছেন। তিনি মনে-প্রাণে একজন সিনেমার মানুষ। আমার সঙ্গে তাঁর চিন্তা-ভাবনায় মিল থাকার কারণে ছবি নির্মাণ করতে রাজি হয়েছি। আমরা দর্শকদের ভালো কিছু সিনেমা উপহার দিতে চাই।’</p>