<p>দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অমলা পল অবশেষে তাঁর প্রেমিককে প্রকাশ্যে গ্রহণ করে নিলেন। ২৬ অক্টোবর, নিজের ৩২তম জন্মদিনে জীবনের সেরা চমক পেয়েছেন এই অভিনেত্রী। তাঁর জন্মদিন উদযাপন করার সময় অভিনেত্রীর প্রেমিক জগৎ দেশাই হাঁটু গেড়ে বসে তাঁকে প্রেমের প্রস্তাব দেন এবং অমলা সেই প্রস্তাব আনন্দের সঙ্গে গ্রহণ করেন। </p> <p>দীর্ঘদিন ধরেই জগৎ দেশাইয়ের সঙ্গে ডেট করছেন অমলা। তবে অমলার জন্মদিনে নিজের ভালোবাসা জাহির করলেন জগৎ। আর তা সাদরে গ্রহণও করলেন অভিনেত্রী। দুজনের প্রেমের নতুন অধ্যায়ের সূচনা হলো প্রকাশ্যেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুজনের ছবি ও ভিডিও এখন ভাইরাল। </p> <p>ভিডিওতে দেখা যায়, অমলার প্রেমিক জগৎ দেশাই তাঁর জন্য আয়োজিত পার্টিতে একটি নাচের পারফরম্যান্স করেন। সেখানেই হাঁটু গেড়ে বসে জগৎ একটি আংটি হাতে অমলাকে প্রেমের প্রস্তাব দেন, যা তিনি হাসিমুখে গ্রহণ করেন। এরপর দুজন দুজনকে চুমু দিয়ে জড়িয়ে ধরেন। উপস্থিত বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরাও দুজনের এই প্রণয়ে উচ্ছ্বসিত ছিলেন।</p> <p><img alt="1" height="889" src="https://akm-img-a-in.tosshub.com/indiatoday/styles/medium_crop_simple/public/2023-10/395170125_2682329255257859_8065089843651370600_n.jpg?VersionId=QqZpImDb.7TJlL5S8QlNNuSD3NI42bvl&size=750:*" width="500" /></p> <p>জানা গেছে, তাঁরা শিগগিরই বিয়ে করবেন। রিপোর্ট অনুযায়ী, জগৎ দেশাই গোয়ার বাসিন্দা এবং রাজ্যের একটি জনপ্রিয় বিলাসবহুল ভিলায় ম্যানেজার হিসেবে কাজ করেন। অমলা পল ও জগৎ কিছুদিন ধরে ডেট করছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে এই জুটি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তাঁদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন।</p> <p>অমলা পল প্রধানত তামিল, মালায়লাম ও তেলুগু ছবিতে অভিনয় করেন। তাঁকে সর্বশেষ ‘ভোলা’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা গেছে। সামনে তাঁর হাতে ‘আদুজীভিথাম’, ‘দ্বিজ’ এবং একটি শিরোনামহীন চলচ্চিত্র রয়েছে। </p> <p>ব্যক্তিজীবনে অমলা পরিচালক এ এল বিজয়কে বিয়ে করেছিলেন। তিন বছর একসঙ্গে থাকার পর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। তার পর থেকেই অমলা পল নিজের সম্পর্ক নিয়ে আর কোনো ঘোষণা দেননি। অবশেষে নিজের নতুন জীবনসঙ্গী খুঁজে পেলেন এই অভিনেত্রী।</p> <p>সূত্র : ইন্ডিয়া টুডে</p>