ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর জিডি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর জিডি

ভারতের একটি রিয়ালিটি মিউজিক শো থেকে উঠে আসেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এই শিল্পীকে ঘিরে আলোচনা-সমালোচনা থামছেই না। বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গীতিকার ও সুরকার ইথুন বাবু।

সাধারণ ডায়েরি প্রসঙ্গে ইথুন বাবু বলেন,  আমার সম্মান নষ্ট করেছে নোবেল। শুধু আমাকে নিয়ে নয়, সে জেমস ভাইকেও তাচ্ছিল্য করেছে। যা ইচ্ছা তা-ই বলে যাচ্ছে। এটা কিভাবে মেনে নেব? মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছি।

কয়েক দিন আগে নোবেল তার ভেরিফায়েড পেইজ থেকে ইথুন বাবুকে কটাক্ষ করে পোস্ট দেন। যা নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। তিনি ছাড়া আরো কয়েকজন শিল্পীকে নিয়ে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য তুলে ধরেছেন নোবেল।

এ অভিযোগে রবিবার রাত ১০টার দিকে ঢাকার হাতিরঝিল থানায় জিডি করেন ইথুন বাবু।

থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর ফায়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ইথুন বাবু বলেন, ভক্ত-শ্রোতাদের কাছে আমার সম্মান নষ্ট করেছে নোবেল।  শুধু আমাকে নিয়ে নয়, সে জেমস ভাইকেও তাচ্ছিল্য করেছে। এটি মেনে নেওয়া যায় না। আপাতত জিডি করলাম।

 মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছি।

এর আগে এক প্রতিবেদককে বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকির অভিযোগে নোবেলের বিরুদ্ধে জিডি করেছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ।

ভারতের একটি বেসরকারি টেলিভিশনের রিয়ালিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের উঠতি তরুণ সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। বিতর্ক ছড়িয়ে নোবেল কিছুদিন আগেও লিখেছেন, 'তোমাদের কারণেই আমি নোবেল। তোমাদের ছাড়া আমি কিছুই না। কিচ্ছু না! জিরো! জাস্ট জিরো।'

নোবেলের একচ্ছত্র আধিপত্য তৈরি হয়েছিল দুই বাংলার সংগীতাঙ্গনে। সে জায়গায় চিড় ধরেছে। তবে এমনটা হবে তা বোধ হয় আঁচ করতে পারেননি নোবেল। বিতর্ক তার ছায়াসঙ্গী। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য আবার কখনো তার ব্যক্তিগত জীবনে একাধিক প্রেম ও মেয়েদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে বিতর্ক তার পিছু ছাড়েনি।

চলতি বছরের শুরুতেও অনুতপ্ত হয়ে নোবেল লিখেছিলেন, 'এত যে হেটার্স হেটার্স করো! আসলে এরা কারা? দিন শেষে সাউন্ডটেক চ্যানেল হোক, আর নোবেলম্যান চ্যানেল হোক, এরা আমার গান কিন্তু টুকটাক শোনে। সেই অধিকারের জায়গা থেকে একটা আবদার করি : ভাই-বোন-মা-বাবা, বাদ দাও না এবার।'

মন্তব্য

সম্পর্কিত খবর

কাল শহীদ মিনারে ‘রক্তে আগুন লেগেছে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
কাল শহীদ মিনারে ‘রক্তে আগুন লেগেছে’
সংগৃহীত ছবি

আগামীকাল বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চায়ন হবে নিথর মাহবুব (মূকাকু) এর একক মূকাভিনয়ের মূকনাট্য  ‘রক্তে আগুন লেগেছে’।

কেন্দ্রীয় শহীদমিনারে ২৪ জুলাই থেকে ‘চলছে জুলাই বিপ্লব নাট্য উৎসব-২০২৫’। উৎসবের স্লোগান ‘আমরা চলছি জুলাইয়ের পথ ধরে’।  আয়োজনে মহানগর নাট্য সংসদ সাহিত্য সংস্কৃতি কেন্দ্র।

কাল এই উৎসবের শেষদিনে ‘রক্তে আগুন লেগেছে’সহ মোট ৪টি নাটক মঞ্চায়ন হতে যাচ্ছে বিকেল ৪টা থেকে।

১ ঘণ্টার বেশি সময়ের মূকাভিনয় প্রযোজনা রক্তে আগুন লেগেছে’  ২টি অংশে বিভক্ত । আজকে শুধু প্রথম অংশটি মঞ্চায়ন হবে।

মূকাভিনয়—শব্দহীন ভাষায় বলে দেয় জীবনের সবচেয়ে উচ্চকিত প্রতিবাদ, সবচেয়ে নিঃশব্দ ভালোবাসা আর সবচেয়ে গভীর যন্ত্রণা।

এ ব্যতিক্রমী শিল্পমাধ্যমকে কেন্দ্র করে বাংলাদেশে যে আন্দোলন ও অভ্যুত্থান ঘটে চলেছে, তারই অনন্য এক উপস্থাপন রক্তে আগুন লেগেছে।

এটি লেখা, নির্দেশনা ও অভিনয় সবই তার নিথর মাহবুবের নিজের। তবে এটি কেবল একটি পারফরম্যান্স নয়, বরং সময়ের বাস্তবতা, প্রতিবাদ, বঞ্চনা ও আশার এক মৌন ভাষ্য।

এ মাইম শো-এর শিরোনামের গল্প গড়ে উঠেছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে।

একটি সময়, একটি তরঙ্গ, একটি জাতিগত চেতনা—এ আন্দোলন যেন সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক নির্ভীক উচ্চারণ হয়ে উঠেছিল। সেই সত্যকে নিথর মাহবুব তুলে ধরেছেন তার নিজস্ব ভাষায়, নির্বাকের ভাষায়। এটি অন্যায়ের বিরুদ্ধে মৌন চিৎকার, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষের মননচিত্র।

এ পারফরম্যান্স উৎসর্গ করা হয়েছে ২৪-এর আন্দোলনের সব যোদ্ধাদের, যারা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল, কণ্ঠে আওয়াজ তুলেছিল এবং ইতিহাসের পাতায় নিজেদের জায়গা করে নিয়েছে। নিথর মাহবুব ও মাইম আর্টের পক্ষ থেকে এ শো যেন তাদের প্রতি এক নীরব শ্রদ্ধার্ঘ্য।

নেপথ্যে সহকারী নির্দেশনায় ফয়সাল মাহমুদ, মিউজিক পরিকল্পনা ও প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময়। আলোক পরিকল্পনায় মোখলেস, মঞ্চে সার্বিক সহযোগিতায় লেমন।

উৎসবে আরও ৩টি নাটক পরিবেশন হবে। নাটক: ৩৬ জুলাই, দল: মহানগর নাট্য সংসদ, রচনা: শফিকুল ইসলাম রুবেল নির্দেশনা: এবিএম নোমান। নাটক: গারদের বন্দী, দল: স্বাপ্নিক থিয়েটার, রচনা: হুসনে মোবারক, নির্দেশনা: এইচ এম তানভীর হাসান। নাটক : শহীদেরা  ফিরে আসে, দল: বাংলা মটর থিয়েটার, রচনা: স্বজন জহির, নির্দেশনা: আব্দুল হাই সেলিম

 

প্রাসঙ্গিক
মন্তব্য

থামছে না ‘সাইয়ারা’ ঝড়, সাত দিনে ১৭০ কোটি পেরিয়ে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
থামছে না ‘সাইয়ারা’ ঝড়, সাত দিনে ১৭০ কোটি পেরিয়ে
সংগৃহীত ছবি

মুক্তির পর যেন থামছেই না ‘সাইয়ারা’ ঝড়। নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এ ছবি এখন পর্যন্ত  ১৭০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। দর্শক মনে ছাপ ফেলে দিয়েছে মোহিত সুরি পরিচালিত এ ইনটেন্স লাভ স্টোরি। 

মুক্তির প্রথম দিনে ‘সাইয়ারা’ ২১.৫ কোটি দিয়ে খাতা খোলে।

এরপর দ্বিতীয় দিনে ২৬ কোটি, আর তৃতীয় দিনে ছবির আয় ৩৫.৭৫ কোটি। অর্থাৎ প্রথম তিন দিনে ছবির সংগ্রহ ৮৩ কোটির আশেপাশে।

এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে সাইয়ারা-র আয় ছিল যথাক্রমে ২৪ কোটি, ২৫ কোটি, ২১.৫ কোটি টাকা। আর তারপর শুক্রবারে অর্থাৎ সপ্তম দিনে সাইয়ারা-র সংগ্রহ ১৮.৭৫ কোটি রুপি।

যেহেতু এই শুক্রবারে কোনো ছবির মুক্তি নেই, তাই আশা রাখা যাচ্ছে যে চলতি সপ্তাহেও সাইয়ারার আয় হবে ঝড়ের বেগে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ছবিটির মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ১৭২.৫০ কোটি রুপি। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র লাইফটাইম কালেকশন ১৫৩.৫৫ কোটিকে টপকে গেছে সাইয়ারা। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট।

মন্তব্য

অবশেষে সিনেমায় তানজিন তিশা, সঙ্গে বাসার ও বলিউডের শারমান যোশি

ইমরুল নূর

ইমরুল নূর

ইমরুল নূর

ইমরুল নূর

শেয়ার
অবশেষে সিনেমায় তানজিন তিশা, সঙ্গে বাসার ও বলিউডের শারমান যোশি
সংগৃহীত ছবি

ক্যারিয়ারের শুরু থেকেই অসংখ্যবার সিনেমার প্রস্তাব পেলেও বরাবরই তা ফিরিয়ে দিয়েছেন। জানিয়েছেন, পছন্দ মত গল্প পেলে তবেই সিনেমাতে অভিনয় করবেন। অবশেষে এল সেই সময়, ছোট পর্দা পেরিয়ে এবার বড় পর্দায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। 

তবে ঢালিউডে নয়, তিশার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে টলিউডে।

রোমান্টিক গল্পের ‘ভালবাসার মরসুম’ সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন কলকাতার এম এন রাজ। সিনেমাটিতে তানজিন তিশার সঙ্গে দেখা যাবে খাইরুল বাসার ও বলিউডের ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা শারমান যোশিকে। এমনটা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন পরিচালক ও অভিনয়শিল্পীরা।

May be an image of 3 people, beard and people smiling

কালের কণ্ঠকে পরিচালক বলেন, ‘এটা একদম রোমান্টিক প্রেমের ছবি।

এখানে সম্পর্কের গল্প, বন্ধুত্বের গল্প, পরিবারের গল্প আছে। এই ছবিটার মূল কাস্টিংই হচ্ছে তানজিন তিশা, পুরো ছবির গল্প ঘিরে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্তই সে রয়েছে। বাসার রয়েছে, তার চরিত্রটাও অনেক গুরুত্বপূর্ণ, যেটা মনে হয়েছে একদম তার জন্যই। এছাড়া শারমান যোশি রয়েছেন, এখানকার সুস্মিতাও রয়েছেন।
এটা শারমানের প্রথম বাংলা সিনেমা হতে যাচ্ছে। যেহেতু তিশাকে ঘিরেই গল্প এখানে শারমান এবং বাসার দুজনের সঙ্গেই তার রসায়ন থাকবে।’

তিনি আরো বলেন, ‘এই ছবিটার জন্য তিশার সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। সে অনেক দিন আগে কলকাতায় এসেছিল, তখনই গল্প শুনেছে; আমরা এগুলো নিয়ে এগুচ্ছিলাম। এবার বাংলাদেশে গিয়ে কিছুদিন আগে সাইনিং করে এলাম।

জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। চলবে টানা ২৩ দিন। এরপর অক্টোবরে হবে মুর্শিদাবাদে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে সিনেমাটি। 

মন্তব্য

ক্ষমতা মানুষকে বানায় দানব : মম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ক্ষমতা মানুষকে বানায় দানব : মম
অভিনেত্রী জাকিয়া বারী মম

অভিনেত্রী জাকিয়া বারী মম বলেছেন, ক্ষমতা মানুষকে বানায় দানব। আর দানবের শিল্পী পরিচয় বিলীন হয়ে যায়। 

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর একটি কার্ড শেয়ার করে অভিনেত্রী এ কথা বললেন। ওই কার্ডে লেখা ছিল ফারুকীর বক্তব্য ‘মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন- এইসবই তো রেকর্ডেড।

সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরো ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’

মূলত ফারুকীর বক্তব্যের সমালোচনা করে মম এসব লিখেছেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে দারুচিনি দ্বীপ চলচ্চিত্রের এই অভিনেত্রী বলেন, “প্রচলিত প্রবাদ- ‘ভুতের মুখে রাম নাম’ যার প্রাসঙ্গিক ব্যাখ্যা হতে পারে এমন ; ক্ষমতা মানুষকে বানায় দানব।

আর দানবের শিল্পী পরিচয় বিলীন হয়ে যায়।”

আরো পড়ুন
অবশেষে বড় পর্দায় আসছেন মাইকেল জ্যাকসন

অবশেষে বড় পর্দায় আসছেন মাইকেল জ্যাকসন

 

এক্ষেত্রে তিনি উদাহরণও টানেন। মম বলেন,  ‘ইউক্রেনের প্রেসিডেন্টকে দেখে ব্যাপারটা বুঝতে পারেন। জেলেনেস্কি অভিনেতা থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা নিয়ে।

কিন্তু তার দেশের বর্তমান অবস্থা লেজে-গোবরে। আর আমাদের দেশের অবস্থা মাথা-গোবরে। মগজে ঘুরে ‘ড্রোন’, আকাশে উড়ে টাকা।
জাতির আশার ওপর মূত্র বিসর্জনকারী দায়িত্বহীনতা শিখায় দায়িত্বশীলতা!’

ঠিক একই দাবির একটি পোস্ট শেয়ার করেছেন ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। পরে ভক্তদের তীব্র সমালোচনার কবলে পোস্টটি মুছে দেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ