kalerkantho

সরলতার প্রতিমা'র গায়ক প্রকাশ্যে এলেন

কালের কণ্ঠ অনলাইন   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১২ | পড়া যাবে ২ মিনিটেসরলতার প্রতিমা'র গায়ক প্রকাশ্যে এলেন

খালিদ, টুটুল- প্রায় ১০ বছর আগে জনপ্রিয় দুই শিল্পীর যৌথ অ্যালবাম ‘দ্বিধা’ শ্রোতাদের ভেতরে দারুণ সাড়া ফেলে। দুই মেলোডি সুরের সারথি এবারের ফোবানা সম্মেলনে একই মঞ্চে পারফর্ম করলেন। অন্তরালে চলে যাওয়া খালিদকে দেখা গেল নিউ ইয়র্কে। চাইম ব্যান্ডের মূল ভোকাল খালিদের সর্বশেষ জনপ্রিয় গান প্রকাশ পায় ২০০৫ সালে প্রিন্স মাহমুদের দেবী অ্যালবামে।  'যদি হিমালয় হয়ে' গানটি এখনো মুখে মুখে ফেরে। আইয়ুব বাচ্চুর সঙ্গে 'মেয়ে' অ্যালবামের 'সরলতার প্রতিমা' খালিদ সর্বাধিক জনপ্রিয় গান। 

কণ্ঠশিল্পী খালিদ বলেন , ‘একসঙ্গে এক মঞ্চ অনেকবার শেয়ার করেছি। কিন্তু এবার ফোবানায় একসঙ্গে পারফর্ম করে সত্যিই ভালো লাগছে ।’

এস আই টুটুল বলেন, ‘এখন স্টেজ শো আর মিউজিক নিয়ে পড়াশোনার কাজে আমেরিকা থাকছি বেশ কিছুদিন। এখানে অনেকের সঙ্গেই গেয়েছি। খালিদ ভাই আমার দীর্ঘদিনের পরিচিত ও প্রিয় মানুষ। আমার সুরে একটি অ্যালবামও তিনি করেছেন। অনেকদিন পর দেশের বাইরে এভাবে একই মঞ্চে গেয়ে সত্যিই ভালো লাগছে।’

উল্লেখ্য, বিদেশ-বিভূঁইয়ে থাকলেও খালিদ বা টুটুল তাদের শ্রোতা-দর্শকদের জন্য নতুন গানের কাজ করছেন নিয়মিত। খুব শিগগিরই তাদের গান প্রকাশ পাবে বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা