kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

ঈদে শাকিব-পরীমনির 'আরো ভালোবাসবো তোমায়'

কালের কণ্ঠ অনলাইন   

৩০ নভেম্বর, -০০০১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঈদে শাকিব-পরীমনির 'আরো ভালোবাসবো তোমায়'

গত ৩০ জুন তিনি ছবিটি সেন্সরে জমা দিয়েছিলেন আর গত ৭ জুলাই বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেল শাকিব খান ও পরীমনি অভিনীত নতুন ছবি 'আরো ভালোবাসবো তোমায়'। এই প্রথম শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন এস এ হক অলীক। পরীমনির সঙ্গে শাকিব এর আগে 'ধূমকেতু' ছবিতে অভিনয় করেছেন। এটি পরীমনির সঙ্গে শাকিবের দ্বিতীয় সিনেমা।

বিজ্ঞাপনপরীমনি কালের কণ্ঠকে জানান, এস এ হক অলীকের ছবি প্রতি দর্শকদের আগ্রহ আমাকে মুগ্ধ করে। তার মতো মানুষের সাথে কাজ করে ভালো একটা সিনেমা দর্শকদের উপহার দিতে পারলে আমার পরিশ্রম সার্থক হবে। এই ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে, ছবিটির ব্যাবসায়িক সাফল্য নিয়ে পরীমনি বেশ আশান্বিত বলেও জানান।

কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক নিজেই। প্রেম ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন ববি, সোহেল রানা, সাদেক বাচ্চু, চম্পা, আফজাল শরীফ প্রমুখ। ইমন সাহার সংগীতে ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন হাবীব ওয়াহিদ, এস. আই. টুটুল, হৃদয় খান, ইমরান, কিশোর, কোনাল, পড়শী, লেমিস। ছবিটি ঈদে প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
 সাতদিনের সেরা