<p>কেরানীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. শামসুল হক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় নিজ প্রতিষ্ঠান দ্বীন ফার্নিচারে এ সংবাদ সম্মেলন করেন তিনি।</p> <p>সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী মো. শামসুল হক বলেন, ‘২০০৫ সালে কদমতলী এলাকায় সাড়ে ১৭ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছি। সেই জায়গায় এক মাস ধরে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছি। নির্মাণকাজ শুরুর পর থেকেই স্থানীয় আগানগর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাহার ও মো. মিরাজ ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে বাহারের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার নির্মীয়মাণ কাজের জায়গায় কদমতলী গোলচত্বর এসে ফের ২০ লাখ টাকা দাবি করেন। আমার ছেলে মো. সাজেদুল হক টাকা দিতে অমত প্রকাশ করায় ছেলেকে মারধর করেছেন। এ সময় আমার প্রতিষ্ঠান দ্বীন ফার্নিচারে জোরপূর্বক ঢুকে ৫ লাখ টাকার ফার্নিচার ভাঙচুর করেন এবং জানে মেরে ফেলার হুমকি দেন। এমতাবস্থায় আমি আমার পরিবার নিয়ে জীবননাশের শঙ্কায় আছি।’</p> <p>সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচারের দাবি জানান।</p>