<p style="text-align: justify;">রাজধানীর যাত্রাবাড়ীতে বোনের বাসায় ঝুমুর আক্তার (২২) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপবাগের পুলিশ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। </p> <p style="text-align: justify;">ঝুমুর আক্তার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার তপন মাহমুদের মেয়ে। গোলাপবাগে পুলিশ কোয়ার্টারে বোনের বাসায় থেকে পড়াশোনা করতেন ঝুমুর।</p> <p style="text-align: justify;">জানা যায়, আজ সকালে যাত্রাবাড়ীর গোলাপবাগের পুলিশ কোয়ার্টারে ঝুমুর আক্তার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, এ বিষয়ে কিছু জানা যায়নি।</p> <p style="text-align: justify;">ঝুমুরের আত্মীয় আদিরা বলেন, ঝুমুর আক্তার গোলাপবাগে তার বোনের বাসায় থেকে লেখাপড়া করতেন। সকালে সবার অগোচরে সে গলায় ফাঁস দেয়। পরে মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align: justify;">এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।</p>