<p style="text-align: justify;">ঈদের ছুটি গত মঙ্গলবার শেষ হলেও প্রথম কর্মদিবস বুধবার ও পরদিন বৃহস্পতিবার ঢাকার অফিসপাড়া তেমন জমেনি। গত শুক্রবার পর্যন্ত মানুষ ধীরে-সুস্থে ঢাকায় ফিরেছে। তাই এই কয়েক দিন সড়কে গাড়ির চাপ ছিল না। তবে ঈদ-পরবর্তী ঢাকামুখী সড়কে গতকাল শনিবার গাড়ির (বাস) চাপ ছিল। বিভিন্ন মহাসড়কে যানজট লক্ষ করা গেছে। ভিড় দেখা গেছে ঢাকামুখী ট্রেনে, এমনকি লঞ্চেও।</p> <p style="text-align: justify;">ঠাকুরগাঁও থেকে গতকাল ঢাকায় এসেছেন সৌম্য সরকার। বাসে এই পথ আসতে তাঁর সময় লেগেছে প্রায় ১৮ ঘণ্টা। কথা হলে সৌম্য কালের কণ্ঠকে বলেন, ‘শুক্রবার রাত ৮টায় বাসে উঠেছি, সকাল ৭টায় ঢাকায় আসার কথা, কিন্তু যানজটের কারণে এসেছি দুপুর ২টায়।’</p> <p style="text-align: justify;">গতকাল সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, ঢাকায় ফিরতি ট্রেনগুলোতে যাত্রীর ব্যাপক ভিড় ছিল। স্টেশনে একটা ট্রেন এসে থামলেই প্ল্যাটফরমে হাজারো যাত্রীর উপস্থিতি তৈরি হচ্ছে।</p> <p style="text-align: justify;">যাত্রীরা জানিয়েছেন, ট্রেনের ভেতরে প্রচণ্ড ভিড় ছিল। অতিরিক্ত যাত্রীর ভিড়ে আসনসংকট দেখা দেয়। অনেকে টিকিট না পেয়ে দাঁড়িয়েই ঢাকায় ফিরেছেন। নির্ধারিত সময় থেকে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিলম্বে স্টেশনে পৌঁছেছে ট্রেনগুলো।</p> <p style="text-align: justify;">কমলাপুর রেলস্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, ‘এবার ছুটি একটু লম্বা ছিল। বেসরকারি কর্মজীবী ও গার্মেন্টসকর্মীরা একটু দেরিতে ফিরছেন। আজ (শনিবার) ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি দেখা গেছে। বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে চলাচল করেছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব এবং পশ্চিমে নির্মাণকাজ চলছে। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় রেলের অবকাঠামোর নির্মাণকাজ চলছে। ফলে কিছু জায়গায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ রয়েছে।’</p> <p style="text-align: justify;">এদিকে গতকাল সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে যানজটের শুরু হয়। পরে তা সিরাজগঞ্জের ইকোনমিক জোনের গেট পর্যন্ত পৌঁছে যায়। দুপুর ১টার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিমে মহাসড়কের ঢাকাগামী লেনের যানজট কেটে যায়। ধীরে ধীরে স্বাভাবিক হয় সেতু পশ্চিমের মহাসড়ক ও টোল প্লাজা এলাকার যান চলাচল।</p> <p style="text-align: justify;">পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা থেকে দেশের বিভিন্ন নৌপথে আগের মতো নিয়মিত যাত্রী হচ্ছে না। যাত্রীসংকটে বিভিন্ন নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। তবে ঈদের মতো উৎসব লঞ্চে ভিড় বাড়িয়েছে। ঢাকায় ফিরতি পথে বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালীর লঞ্চগুলো যাত্রী পাচ্ছে। গতকাল ফিরতি পথেও লঞ্চে যাত্রীর চাপ ছিল।<br />  </p>