<p>বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সোহাগ মিয়া (২২)। এ সময় আহত হন তার অপর দুই ভাই। অন্যতম উপার্জনকারীকে হারিয়ে বাকরুদ্ধ সোহাগের বাবা-মা। এ অবস্থায় অভাব অনটনে দিনাতিপাত করছে পরিবারটি।</p> <p>নিহত সোহাগ উপজেলার ভীমখালি ইউনিয়নের গোলামীপুর গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান। আন্দোলনে আহত তার ওপর দুই ভাই হলেন বিল্লাল ও শুভ। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় আপেলের চালান জব্দ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728835047-92c9bfe805d8345de03bbd0a64a56de5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় আপেলের চালান জব্দ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/13/1434775" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই অভাব-অনটনের মধ্যে বেড়ে উঠেন সোহাগ ও তার ভাইয়েরা। পরিবারের হাল ধরতে সোহাগ বিদেশে পাড়ি জমাতে চাইলেও দালালের খপ্পরে পড়ে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। পরবর্তীতে জীবিকা নির্বাহের আশায় ঢাকার একটি গার্মেন্টেসে শ্রমিক হিসাবে যোগদান করেন। অপর দুই ভাইকে নিয়ে থাকতেন ঢাকার বাড্ডা এলাকায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন তিন ভাই। আন্দোলন চলাকালে ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সোহাগ। গুলিবিদ্ধ হয়ে আহত হয় তার বড় ভাই বিল্লাল ও ছোট ভাই শুভ। দেশের ক্রান্তিলগ্নে অবদান রাখা অসহায় পরিবারটির পুনবার্সনে সরকার এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেন এলাকাবাসী।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলা, সাবেক এমপি মানিক কারাগারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/10/1728547111-a89c40a9ce5f90d647e10b8605d287af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলা, সাবেক এমপি মানিক কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/10/1433757" target="_blank"> </a></div> </div> <p>এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭৯ জনের নামে বাড্ডা থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই বিল্লাল মিয়া। কিন্তু ভাই হত্যার বিচার পেতে মামলা করায় হুমকির মুখে পড়েন তিনি। মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নিতে মুঠোফোনে একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয় তাকে। প্রাণ ভয়ে গ্রামের বাড়িতে চলে আসলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বিল্লাল ও তার পরিবারের সদস্যরা। </p> <p>নিহত সোহাগের ছোট ভাই শুভ বলেন, ‘আমরা তিনভাই ঢাকায় গার্মেন্টেসে চাকরি করতাম। আন্দোলনের সময় গার্মেন্টস বন্ধ হওয়ার পর থেকে নিয়মিত আন্দোলনে যোগ দিয়েছি। ৫ আগস্ট বাসা থেকে এক সঙ্গে বের হয়েছিলাম আমরা। বাড্ডা থানা এলাকায় আসলে হঠাৎ পুলিশ গুলি ছুড়লে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমি নিজেও পুলিশের গুলিতে আহত হই। পরে হাসপাতালে গিয়ে আমার ভাইয়ের লাশ পাই।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুনামগঞ্জের সাবেক এমপি রতনের বড় ভাই আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728190897-f6c8ac699e19d256e21a9971f2baf73b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সুনামগঞ্জের সাবেক এমপি রতনের বড় ভাই আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/06/1432315" target="_blank"> </a></div> </div> <p>নিহত সোহাগের বড়ভাই বিল্লাল মিয়া বলেন, ‘ছাত্র আন্দোলনে আমাদের পরিবার তছনছ হয়ে গেছে। পুলিশের গুলিতে আমার ভাই হারিয়েছি। আরেক ভাই আহত অবস্থায় রয়েছে। পরিবারও আর্থিক টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে। সেই দিনের ঘটনায় মামলা দায়েরের পর ভয়ে ঢাকায় থাকতে পারিনি, গ্রামে চলে এসেছি। মামলা তুলে নিতে মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’ </p> <p>এদিকে পরিবারের অন্যতম উপাজনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা সোহাগের মা ও বাবা। সন্তানের কথা স্মরণ হলেই আহাজারি করতে থাকেন সন্তানহারা রোকেয়া বেগম। আহত সন্তানদের চিকিৎসা ব্যয় ও কর্মহীন অবস্থায় দুশ্চিন্তা কাটছে না পিতা কালাম মিয়ার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিজের চিকিৎসা, বাবার অসুস্থতা, সংসারের খরচ— কী করবে গুলিবিদ্ধ ওমর?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729429529-4ef39df216ba759baf88aaf015b7da5a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিজের চিকিৎসা, বাবার অসুস্থতা, সংসারের খরচ— কী করবে গুলিবিদ্ধ ওমর?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/20/1437206" target="_blank"> </a></div> </div> <p>কালাম মিয়া বলেন, ‘সোহাগ ছিল আমার পরিবারের আশার আলো, সেই আলো নিভে গেছে। তার উপার্জনের টাকায় আমার সংসার চলত। এখন আহত ছেলের চিকিৎসা আর পরিবার চালানো কঠিন হয়ে গেছে। কোনো পথ দেখছি না। দেশের জন্য ছেলে হারিয়েছি, এখন আমি ন্যায্য বিচার চাই।’</p> <p>ভীমখালি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘পরিবারটি অনেক অসহায়। আমরা স্থানীয় ভাবে চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। সরকারি-বেসরকারিভাবে পরিবারটির পাশে এগিয়ে আসলে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আন্দোলনে নিহত সিফাতের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/18/1729263361-da1e6dbeac98c3fd05cb31634ee5da28.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আন্দোলনে নিহত সিফাতের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/18/1436504" target="_blank"> </a></div> </div> <p>এদিকে শহিদ পরিবারের অবস্থা সরেজমিনে দেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ভবিষ্যতে শহিদ পরিবারটিকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। </p>