<p>চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জেলেকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৫০ কেজি ইলিশ, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।</p> <p>কোস্টগার্ড জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় নদীতে মাছধরা অবস্থায় ১৭ জেলেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরু, চিন্তায় জেলেরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728683817-f2f2f0e5712cc123a880b05b8d868399.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরু, চিন্তায় জেলেরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/12/1434306" target="_blank"> </a></div> </div> <p>এ সময় তিনি বলেন, আটক জেলেদের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। </p> <p>কোস্টগার্ডের এই অভিযানে সহযোগিতা করেন, চাঁদপুর স্টেশন কমান্ডার, সংশ্লিষ্ট সদস্য ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদপুরে শিশু ধর্ষণের পর হত্যায় দুজনের যাবজ্জীবন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/07/1728298005-4e25fba7dbf9bf85d7890646ef653187.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদপুরে শিশু ধর্ষণের পর হত্যায় দুজনের যাবজ্জীবন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/07/1432757" target="_blank"> </a></div> </div> <p>উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে আগামী ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে সবধরণের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।</p>