<p>ফরিদপুরের বোয়ালমারীতে জামাল বিশ্বাস (৬০) নামের এক ভ্যানচালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। রবিবার (১৩ অক্টোবর) গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামে এ ঘটনা ঘটে। </p> <p>থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির ফ্রিজে বিদ্যুতের লাইন দিতে গিয়ে জামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।</p> <p>বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই জামাল মারা গেছেন।</p> <p>বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল বলেন, পারিপার্শ্বিক অবস্থার পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় এটি দুর্ঘটনা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।  এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।</p>