<p>পাবনার চাটমোহরে বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটতে বাধা দেওয়ায় পিতা-পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>আহতরা হলেন ওই এলাকার বুলবুল আহমেদ (৬২) ও তার ছেলে হাসিবুল ইসলাম শান্ত (২৪)। </p> <p>থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, হরিপুর ইউনিয়নের মস্তালীপুর মৌজার ১০২ নম্বর খতিয়ানে ১ একর ৯৫ শতাংশ জমিতে রুহুল আমিন গংয়ের  সঙ্গে বুলবুল আহমেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ওই জমির ওপর বাঁশঝাড়ে রুহুল আমিন গং বাঁশ কাটতে গেলে বুলবুল আহমেদ বাধা দেয়। এতে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুহুল আমিন গং বুলবুল আহমেদ ও তার ছেলে হাসিবুল ইসলামকে বেধড়ক মারপিট করে ও দেশীয় অস্ত্র (দা) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান । </p> <p>এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’</p>