<p>অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন ডিগ্রির শিক্ষার্থীরা। রবিবার (মেপ্টেম্বর) ডিগ্রিবৈষম্য নিরসন আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।  </p> <p>শিক্ষার্থীরা জানান, সেশন জটের কারণে তিন বছরের ডিগ্রি কোর্স ৬-৭ বছরে গড়িয়েছে। কিন্তু ফাইনাল পরীক্ষা হচ্ছে না। বেশিভাগ শিক্ষার্থী নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। </p> <p>তারা আরো বলেন, জীবিকার তাগিদে পড়ালেখার পাশাপাশি অনেকেই কর্ম করেন। পরীক্ষায় অংশগ্রহনের জন্য অনেক সময় চাকরি ছেড়ে দিতে হয়। তাই ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা। </p>