<p style="text-align:justify">বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাতকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তাকে ঢাকার একটি শপিং মল থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। বুধবার সেরনিয়াবাতকে বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। </p> <p style="text-align:justify">২০২১ সালের ৯ জুলাই গঠিত সর্বশেষ জেলা ছাত্রলীগের কমিটির সভাপতি সুমন সেরনিয়াবাত। তিনি ২০২১ সালের ১ জুলাই গঠিত মহানগর আওয়ামী লীগের কমিটিতে দপ্তর সম্পাদক পদ পান। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন সুমন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। </p> <p style="text-align:justify">কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ঢাকায় গ্রেপ্তার সুমনকে বুধবার সকালে আদালতে তোলা হয়। বিএনপি অফিস ভাঙচুর মামলায় আদালত তাকে তিন দিনের রিমান্ড প্রদান করেছে। </p>