<p>কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে ফরিদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহত শিক্ষার্থী এজাজুল ইসলাম উৎস (১৯) নড়াইলের কালিয়া উপজেলার বজুমামপুর গ্রামের সাবু মোল্যার ছেলে এবং তিতাস শেখ (১৮) পার্শ্ববর্তী ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে। তারা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।</p> <p>ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ হেল বাকি কালের কণ্ঠকে বলেন, বন্ধুদের সঙ্গে কুয়াকাটা সুমদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন এজাজুল ও তিতাস। ফেরার পথে তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।</p>