<p>গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষুব্ধ শ্রমিক ও জনতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে স্থানীয় ষ্টারলিংক কারখানার শিরিনসহ দুই শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিক ও জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। মহাসড়ক অবরোধের ফলে সড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।<br />  <br /> স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার হরিনহাটি এলাকায় ষ্টারলিংক কারখানার শ্রমিকরা দুপুরের খাবার খেতে বাসায় যাচ্ছিল। কারখানার নিরাপত্তা কর্মীরা শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার করে দিচ্ছিল। এ সময় দ্রুত গতির একটি ট্রাক নিরাপত্তাকর্মীদের সিগনাল অমান্য করে সড়ক পার হতে থাকা শ্রমিকদের ওপর দিয়ে উঠিয়ে দেয়। এত কারখানার শিরিন নামের এক শ্রমিকসহ দুই জন নিহত এবং কয়েকজন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক কারখানার শ্রমিক ও জনতা ঘাতক ট্রাকটি আটকিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। এতে সড়ক দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়ানোর চেষ্টা করে।</p> <p>শ্রমিকদের দাবি মাঝে মধ্যে এখানে সড়ক দুঘটনায় শ্রমিকসহ পথচারীরা নিহত হয়। দর্ঘিদিন ধরে এখানে একটি ফুটওভার ব্রিজ দাবি করে আসলেও তা করা হচ্ছে না। দ্রুত এখানে একটি দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি করেন বিক্ষুব্ধ শ্রমিক ও জনতা। এ প্রতিবেদন পাঠানো পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে।</p>