<p>কুমিল্লার তিতাসে মাদরাসা থেকে ফেরার পথে বন্যার পানির প্রবল স্রোতে ভেসে দুই চাচাতো বোন পানিতে তলিয়ে যায়। পরে তাদের দুইজনকে মৃত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।</p> <p>আজ রবিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বাগাইরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই বোন ওই গ্রামের প্রবাসী মনির হোসেনের মেয়ে আয়েশা (১০) ও মোক্তার হোসেনের মেয়ে ছামিয়া (৯)। তারা নয়াকান্দি ইসহাকিয়া সহিনিয়া দারুল কোরআর মাদরাসার ছাত্রী ছিল।</p> <p>প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, আপন চাচাতো ও জেঠাতো দুই বোন আজ সকালে রাস্তা দিয়ে হাঁটুপানি ভেঙে মাদরাসায় যায়। মাদরাসায় পড়াশোনা শেষ করে বাড়িতে আসছিল তারা। তখন রাস্তার ওপর কোমর পানি এবং পানির প্রবল স্রোত ছিল। এ সময় চারজন শিক্ষার্থী কোমর পানি ভেঙে বাড়িতে আসছিল। পরে পানির স্রোতে শিক্ষার্থী আয়েশা ও সামিয়া পানির নিচে তলিয় যায়। অন্য ২ শিক্ষার্থী এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। পরে বাড়ির আশপাশের লোকজন এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। এলাকাবাসী এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সামিয়া ও আয়েশাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।</p> <p>স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হক বলেন, ‘এ বন্যাকবলিত এলাকায় মাদরাসা খোলা রাখা ঠিক হয়নি। যেহেতু রাস্তা ডুবে সকালে হাঁটু পানি ও দুপুরে কোমর পানি ও  প্রবল স্রোত, তাই মাদরাসা কর্তৃপক্ষ ও অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন ছিল।’</p>