<p style="text-align:justify">ব্রাহ্মণবাড়িয়ার সকল বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কর্মরত ভুয়া নার্সদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত সচেতন নার্স ও মিডওয়াইফরা। বুধবার (২১ আগস্ট) দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে ভুয়া নার্সদের অপসারণে সময়সীমা বেঁধে দেন আন্দোলকারীরা।</p> <p style="text-align:justify">এর আগে সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ বেলায়েত হোসেনের কাছে গিয়ে তারা একই দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। পরে সিভিল সার্জনের কাছে বিভিন্ন বিষয়ে নিজেদের দাবির কথা তুলে ধরেন আন্দোলনকারীরা।</p> <p style="text-align:justify">মানববন্ধনে আন্দোলনকারীরা বলেন, ‘ভুয়া নার্সদের ভুল সেবায় প্রায়ই রোগী মারা যায়। এজন্য রোগীর স্বজনদের নার্সদেরকে অদক্ষ হিসেবে অপবাদ দেন। এর বদনাম সবার নিতে হয়। আমাদের দাবি হলো, হাসপাতাল-ক্লিনিকে ছয় মাস থেকে এক বছর মেয়াদি কোর্স সম্পন্নকারী পেশেন্ট কেয়ার নার্সদের সঙ্গে তিন বা বছর মেয়াদি নার্সদের তুলনা করা যাবে না। আমাদের বেতন ন্যূনতম ২০ হাজার টাকা করে দিতে হবে।’</p>