<p style="text-align:justify">কুমিল্লা নগরীতে বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ (৪০) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর সালাউদ্দিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">অ্যাডভোকেট সোহাগের বাড়ি বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামে। তিনি ওই গ্রামের নোয়াব মিয়া সর্দারের ছেলে। সোহাগ উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তার পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা।</p> <p style="text-align:justify">নিহত সোহাগের ভাগিনা ইকরাম হোসেন সাংবাদিকদের জানান, তার মামা দুপুরে স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে কুমিল্লায় আসেন। নগরীর ঝাউতলা কে আলী হাসপাতালে ডাক্তার দেখানো শেষে পরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় মেডিনোভা রোগ নির্ণয় কেন্দ্রে যাযন। সেখানে স্ত্রীকে রোগ নির্ণয়ের জন্য দিয়ে নিচে এলে সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। </p> <p style="text-align:justify">ইকরাম হোসেন বলেন, ‘মোবাইল ফোনে খবর পেয়ে আমি মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে মামার মরদেহ দেখতে পাই। পরে মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হই।’</p>