<p>টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত চার আসামিকে তিন দিনের রিমান্ডে এনেছে পুলিশ। </p> <p>শনিবার (১৭ আগস্ট) মির্জাপুর থানা পুলিশ রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠান। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক শুনানি শেষে ওই চার আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।</p> <p>আসামিরা হলেন- ছাত্রলীগ কর্মী আপন মিয়া, ইফতেখার সাইম, আবিদুর রহমান ও ব্যবসায়ী বজলুর রহমান।</p> <p>উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ছাত্রলীগের কতিপয় ছাত্র ধারাল অস্ত্র নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোজাহিদ (১৮) ইমন সিদ্দিকী (২৪) ও জাকির (২১) গুরুতর আহত হন।</p> <p>এ ঘটনায় শুক্রবার মির্জাপুর থানায় জুবায়েদ ইসলাম নিঝুম নামে ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মামলা করলে পুলিশ ছাত্রলীগের তিন কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করে।</p>