<p>কারখানা খোলার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে বড়বাড়ি পর্যন্ত শ্রমিক বিক্ষোভে আড়াই ঘণ্টা মহাসড়ক বন্ধ ছিল। ফলে আজ রবিবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়। সকাল সাড়ে ১১টায় আবারও যানচলাচল শুরু হয়।</p> <p>আজ রবিবার সকাল ৯টায় ন্যাশনাল কেমিক্যাল লিমিটেড ও এবিকো ইন্ডাস্ট্রির শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে তারা রাস্তা বন্ধ করে দেন। ফলে টঙ্গী ও বড়বাড়ি পর্যন্ত মহাসড়কে চলাচলকারী যানবাহন বনমালা রোডসহ বিকল্প রোডে যাতায়াত করে।</p> <p>শ্রমিকরা জানান, মালিকপক্ষ চলতি বছরের ৯ এপ্রিল থেকে অব ঘোষণার পর থেকে শ্রমিকদের ছাঁটাই প্রক্রিয়াও শুরু করেছে। ছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় নিয়োগ দিতে হবে।</p> <p>ন্যাশনাল কেমিক্যাল লিমিটেড ও এবিকো ইন্ডাস্ট্রির ট্রেড ইউনিয়ন সভাপতি মাহফুজ মিয়া জানান, গত ৭ জুলাই শ্রম ভবনে একটি ত্রিপক্ষীয় সভা হয়েছে, কিন্তু ন্যাশনাল কেমিক্যাল কারখানার মালিক এম এন এইচ বুলু সভায় উপস্থিত হননি। আর শ্রমিকরা বেতন না পেয়ে না খেয়ে জীবযাপন করছেন। অনেক শ্রমিকদের ছেলে-মেয়ে স্কুল  থেকে বের করে দিয়েছে। অনেকেই না খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। মা-বাবার চিকিৎসা করতে পারছেন না। বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিতে চাইছে। দোকানদার বাকি টাকার জন্য চাপ দিচ্ছে। এসব কারণে শ্রমিক বিক্ষোভ চলছে।</p> <p>ন্যাশনাল কেমিক্যাল কারখানার মালিক এম এন এইচ বুলুকে মুঠোফোনে পাওয়া না যাওয়ায় তার কোনো মন্তব্য জানা যায়নি।</p> <p>বেলা পৌনে ১২টায় গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, পোশাক কারখানাটি ১৩/১ ধারায় বন্ধ রয়েছে। বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছে। এখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।</p>