<p style="text-align:justify">ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কক্সবাজারের চকরিয়ার সিফাতুল ইসলামের খোঁজ পাচ্ছে না তাঁর পরিবার। ১২ দিন ধরে সিফাতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না হওয়ায় আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। এই অবস্থায় সিফাতের সন্ধান চেয়ে এখানে-ওখানে ধরনা দিচ্ছে পরিবার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অর্থ লোপাটের নানা কাহিনি জানাচ্ছেন সালমান, হতবাক গোয়েন্দারা!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/17/1723869183-3571adc2900d18ca7bbb29ffef49e706.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অর্থ লোপাটের নানা কাহিনি জানাচ্ছেন সালমান, হতবাক গোয়েন্দারা!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/08/17/1415814" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সিফাতের বাড়ি চকরিয়ার খুটাখালীর পূর্ব গর্জনতলী গ্রামে। তিনি ওই গ্রামের ছদরুল ইসলামের ছেলে। সিফাত জাবির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।</p> <p style="text-align:justify">সিফাতের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে তাঁর সঙ্গে সর্বশেষ কথা হয়। সিফাত ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হারুন-বিপ্লবসহ অনুপস্থিত ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেরেনি অনেকেই" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/17/1723864818-7c87759eeaf1272791ba23638d52b972.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হারুন-বিপ্লবসহ অনুপস্থিত ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেরেনি অনেকেই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/08/17/1415805" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ সময় তিনি আহত হওয়ার বিষয়টি তাঁকে জানানো হয়েছিল। এ সময় টাকা পাঠানোর জন্য বলেছিলেন সিফাত। কিন্তু এর পর থেকে তাঁর মোবাইল ফোনে আর কল যায়নি। এই অবস্থায় বাবা, মা, ভাইসহ পরিবার এবং আত্মীয়-স্বজন সিফাতের হদিস না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।</p>