<p style="text-align:justify">রাজশাহীর দুর্গাপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি রিভলভার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, ২৮ রাউন্ড গুলি ও শর্টগানের ৭টি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলার নওপাড়া ইউনিয়ন থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।</p> <p style="text-align:justify">স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার নওপাড়া ইউনিয়নের তোতাপাড়া কালভার্টের পাশে পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগের মধ্যে অস্ত্রগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী এসে ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। </p> <p style="text-align:justify">দুর্গাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুর রাজ্জাক জানান, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। স্থানীয়রা থানায় খবর দিলে সেনাবাহিনী ও পুলিশ সেখানে গিয়ে একটি রিভলভার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, পিস্তলের ২৮ রাউন্ড গুলি ও শর্টগানের ৭টি গুলি উদ্ধার করে থানায় নেওয়া হয়।</p> <p style="text-align:justify">সেনাবাহিনীর সার্জেন্ট অফিসার ওহায়েস কেরানী বলেন, ‘অস্ত্রের খবরটি সর্ব প্রথম স্থানীয়রা থানায় জানায়। থানা পুলিশ আমাদের খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর টহলটিম অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।’<br />  </p>