<p style="text-align:justify">সৌদি আরবের সড়কে দুর্ঘটানায় চাঁদপুরের হাজীগঞ্জের মো. শামছুদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">মো. শামছুদ্দিন হাজীগঞ্জ পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ড ধেররা গ্রামের খাঁন বাড়ির মৃত মোখলেছুর রহমান খাঁনের ছেলে। এলাকায় শামছু খাঁন নামে পরিচিতি ছিলেন তিনি।</p> <p style="text-align:justify">নিহতের পরিবার সূত্রে জানা যায়, শামছু খাঁন দীঘদিন ধরে সৌদি থাকেন। সেখানে গত রবিবার বিকালে কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।</p> <p style="text-align:justify">শামছুদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাসীন ফারুক বাদল বলেন, শামছু খানের মা, দুই স্ত্রী ও প্রথম স্ত্রীর দুই মেয়ে সন্তান রয়েছে। আজ সকালে তার প্রথম স্ত্রীর মাধ্যমে মৃতের বিষয়টি জানতে পেরেছি। তবে সৌদি আরবে কোন শহরে আছে, তারা তা জানাতে পারেনি।</p> <p style="text-align:justify">তিনি বলেন, শামছু খাঁনের মরদেহ দেশে আনার ব্যাপারে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন পরিবারের সদস্যরা।</p>