<p style="text-align:justify">দেশের চলমান সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর মেজর সারওয়ার মোর্শেদ।  </p> <p style="text-align:justify">উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী, মডেল থানা অফিসার ইনর্চাজ বিপ্লব কুমার বিশ্বাস, বিজিবি বাঘারচর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আশরাফ আলী, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামরুজ্জামান, আনসার (ভিডিপি) কর্মকর্তা নজরুল ইসলাম। </p> <p style="text-align:justify">মেজর সারওয়ার মোর্শেদ বলেন, আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য দেওয়ানগঞ্জে সেনা সদস্য ও পুলিশ একসঙ্গে কাজ করছে। থানাকে আগে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে।</p> <p style="text-align:justify">তিনি বলেন, থানা যদি ফাংশনাল হয়, তাহলে মানুষের সমস্যা কাটিয়ে উঠবে। আপনারা থানাকে সচল করেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী যৌথভাবে মানুষের নিরাপত্তায় কাজ করবে। আমরা আসছি নিরাপত্তা জোরদার করার জন্য। </p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ।  </p>