<p>সাভার-আশুলিয়ায় গত সোমবার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আজ বুধবার দুপুর পর্যন্ত ৩৪ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এদিকে অজ্ঞাত মরদেহের মধ্যে পুলিশের বিশেষ শাখা ডিএসবির দুজন সদস্য রয়েছেন বলে জানা গেছে।</p> <p>সাভারে বেসরকারি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ইউসুফ জানান, চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম  সাদেক (২৭)। এ নিয়ে গত তিন দিনে হাসপাতালে মোট ১৬ জনের মৃত্যুর তথ্য রয়েছে।</p> <p>বুধবার (৭ আগস্ট) দুপুরে আশুলিয়ার মির্জানগরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, সংঘর্ষের ঘটনায় হাসপাতালটিতে ৯ জনের মৃ্ত্যুর তথ্য রয়েছে।</p> <p>গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের বলেন, হাসপাতালটিতে মৃত অবস্থায় সোমবার ৯ জনকে আনা হয়েছিল।</p> <p>আশুলিয়ার জামগড়ায় নারী ও শিশু হাসপাতালের কর্মকর্তারা জানান, তাদের হাসপাতালটিতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাবীব ক্লিনিকে ১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। <br /> আশুলিয়া থানার সামনে গতকাল মঙ্গলবার আগুনে ঝলসানো ৩টি ও মারাত্মক জখম অবস্থায় ২ জনের মরদেহ পরে ছিল।</p> <p>পরে এ বিষয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আশুলিয়া থানা এলাকায় আমাদের কোনো সদস্য নিহত হননি। ঢাকা জেলা ডিএসবির দুজন সদস্য রয়েছেন। একজন উপ-পরিদর্শক (এসআই) এবং একজন কনস্টেবল।</p>