<p>আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত রায়হান আকনের বাড়িতে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (৭ আগস্ট) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া এলাকার বাড়িতে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।</p> <p>দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার আহ্বায়ক ও তরুণ সংগঠন জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মারুফ ইসলাম, কর্মসূচি সম্পাদক মো. লিমন হোসেনসহ অন্যরা।</p> <p>রায়হানের মা রেহেনা আক্তারের সঙ্গে কথা বলেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। সন্তানের শোকে নির্বাক তিনি। রায়হান পিতা-মাতার বড় সন্তান, তার এক বোন আছে। বাবা কালাম আকন বলেন, ‘শেখ হাসিনা আমার পোলাডারে বড় হতে দিল না। আমার বাবার কী দোষ ছিল। কেন আমাকে সন্তানহারা করা হলো? কার মুখে বাবা ডাক শুনব। ভালো পড়াশোনা করতে ঢাকা গেছিল।’</p> <p>৫ আগস্ট সকালে অসহযোগ আন্দোলনে ঢাকার বাড্ডায় গণমিছিলে যোগ দেয় ১৭ বছরের রায়হান। তখন সে গুলিবিদ্ধ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়।</p>