<p style="text-align:justify">কক্সবাজারে নাশকতা ও সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনীতিবিদরা। এ জন্য ২০১ সদস্যের ‘নাশকতা প্রতিরোধ’ কমিটি গঠন করা হয়েছে। </p> <p style="text-align:justify">কমিটিতে বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে আহ্বায়ক ও কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শালকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। </p> <p style="text-align:justify">এ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা এই কমিটিতে থাকবেন। বুধবার (২৪ জুলাই) দুপুরে কক্সবাজার পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।</p> <p style="text-align:justify">সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড কিছুতেই ব্যাহত হতে দেওয়া হবে না। সন্ত্রাসী ও নাশকতাকারীদের যেকোনোভাবে রুখে দিতে হবে। এ জন্য সম্মিলিত প্রয়াসের দরকার।</p> <p style="text-align:justify">কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (রামু, কক্সবাজার সদর-ইদগাহ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল।</p> <p style="text-align:justify">হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, ‘সাম্প্রতিক কোটা আন্দোলনের সুযোগে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা কক্সবাজার বিমানবন্দরে আগুন দিতে প্রস্তুতি নিয়েছিল। সেই সঙ্গে কক্সবাজার পৌরসভা অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগার, পুলিশ সুপারের কার্যালয় ও সদর মডেল থানায় হামলার চেষ্টাও করেছিল। কিন্তু আওয়ামী লীগসহ সর্বস্তরের সচেতন মানুষ সময়মতো রুখে দাঁড়ানোয় এসব স্থাপনা রক্ষা পেয়েছে।’</p>