<p>কুমিল্লায় কোটাবিরোধীদের বিরুদ্ধে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় এ ঘটনায় ঘটে।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকা মিছিল নিয়ে অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশের অবস্থান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এক পর্যায়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করেন তারা। এ ছাড়া একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পরে পুলিশ সদস্যরা পিছু হটে কুমিল্লা শহরের প্রবেশ মুখে অবস্থান নেন। এ সময় আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।  </p> <p>কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিবি) নামজুল হাসান বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীরা বিনা উসকানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেন তারা। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা ঘটনাটি দেখছি।’</p> <p>তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিকেল পৌনে ৫টার দিকে এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে রাখতে দেখা গেছে। এতে মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী দুই দিকের সড়কেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।</p>