<p style="text-align:justify">রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা, জেলা মহানগর ছাত্রলীগ। এসময় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অবস্থান নেন কোটার পক্ষের ছাত্রলীগ নেতাকর্মীরা।</p> <p style="text-align:justify">সোমবার বিকালে নগরীর পাকের মোড় থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।</p> <p style="text-align:justify">ছাত্রলীগ নেতারা বলেন, বাঙালির মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই ও কোটা আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা মহানগর ছাত্রলীগ।</p> <p style="text-align:justify">তারা আরো বলেন, দেশে কোটা আন্দোলনের নামে ছাত্র সমাজকে রাজপথে নামিয়ে দিয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষার্থীবান্ধব নানা কার্যক্রম বাস্তবায়ন করছেন। কোটার মাধ্যমে দেশের অনাগ্রসর মানুষকে সমাজের মূল স্রোত ধারায় নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু কোটাকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।</p> <p style="text-align:justify">নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি চেষ্টা করা হচ্ছে। যারাই দেশ বিরোধী অপচেষ্টায় মেতে উঠবে, কেন্দ্রীয় কমিটির নির্দেশ রংপুর জেলা ও মহানগর ছাত্রলীগ রাজপথে তাদের প্রতিহত করবে।</p> <p style="text-align:justify">অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত মেট্রোপলিটন পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের বেশ কয়টি গাড়ি টহলে কাজ করছেন।</p> <p style="text-align:justify"><br />  </p>