<p style="text-align:justify">নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার কমলপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নরসিংদী স্টেশন মাস্টার এটিএম মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের আনুমানিক বয়স ১৮ থেকে ২৫ বছর।</p> <p>সোমবার (৮ জুলাই) নরসিংদী রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেথিকান্দা স্টেশন মাস্টার আশরাফ আলী। তিনি বলেন, ভোর ৪টা ৫৫ মিনিটে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে ওই পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। লাশ উদ্ধারে রায়পুরা থানা ও নরসিংদী রেলওয়ে পুলিশ কাজ করছে।</p> <p>এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম কালের কণ্ঠকে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই পাঁচ ব্যক্তি ট্রেনে কাটা পড়েই মারা গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে।</p> <p>অজ্ঞাতপরিচয় পাঁচ যুবকের দ্বিখণ্ডিত মরদহ উদ্ধারের পর মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নরসিংদী রেলওয়ে পুলিশ সদস্যরা।</p> <p style="text-align:justify">তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি। এছাড়া কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তাও জানা যায়নি। </p> <p style="text-align:justify">স্থানীয়রা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে একটি ট্রেন ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি মেতিকান্দা স্টেশনের আউটার খাকচরে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হন।</p> <p style="text-align:justify"> </p>