<p>কু‌ড়িগ্রা‌মে পৃথক স্থানে বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে বাবা-ছেলেসহ তিনজেনর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুন) বিকেল ও সন্ধ্যায় উলিপুর ও রাজারহাট উপজেলায় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।</p> <p>উলিপুর উপজেলার দলদ‌লিয়া ইউপি চেয়ারম‌্যান লিয়াকত আলী জানিয়েছেন, সন্ধ‌্যায় তার ইউনিয়নে রা‌সেল মিয়া নামের এক যুবক বা‌ড়ির বৈদ‌্যুতিক বোর্ডের কাজ কর‌তে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন। তাকে উদ্ধার করতে এসে তার বাবা আবু তা‌হে‌রও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1401962"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিদেশ যেতে চান মতিউরের স্ত্রী লায়লা" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/30/1719762104-16c3338ca09e2db463902705ffe69df6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">বিদেশ যেতে চান মতিউরের স্ত্রী লায়লা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/06/30/1401962" target="_blank"> </a></div> </div> <p>এ দি‌কে বি‌কে‌ল সা‌ড়ে ৫টার দি‌কে রাজারহাট উপ‌জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটো‌রিকশাচালকের মৃত্যু হয়। তার নাম আজাদ আলী (৫৫)। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে রাজারহাট উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবা‌সিক মে‌ডি‌ক্যাল অফিসার (আরএমও) আহসানুল ক‌রিম।</p>