<p>চট্টগ্রাম পটিয়া কক্সবাজার মহাসড়কে গভীর রাতে ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। সোমবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। </p> <p>নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার দক্ষিণ মার্দশা গ্রামের ওমর ফারুকের ছেলে সুফী আলম (২৮) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ফিরোজ মিয়ার ছেলে নুরুজ্জামান (১৯)।</p> <p>পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম পটিয়া কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া থেকে আসা চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি টেম্পো ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এতে টেম্পো চালকসহ কয়েক জন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় সুফি আলম ও নুরুজ্জামানকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন। তবে আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন নামের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম পরিচয় পাওয়া জানা যায়নি।</p> <p>পটিয়া হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, ‘গভীর রাতে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটনার পর ট্রাক ও টেম্পো দুটি আটক করা হলেও চালকেরা পালিয়ে গেছেন। মুষল ধারে বৃষ্টি হওয়াতে উদ্ধার কাজে বেশ বেগ পোহাতে হয়েছে আমাদের। আজ মঙ্গলবার সকালে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।’</p>