<p>শেরপুরের শ্রীবরদীতে হাসপাতালের অফিস সহায়কের অপারেশনে ময়দান আলী (৫৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২২ জুন) দুপুরে পৌর শহরের চাররাস্তা মোড়ের ইউনিক ডায়াগনষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।</p> <p>নিহত ময়দান আলী উপজেলার মামদামারী গ্রামের সুরুজ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে শামিম ও জুয়েল নামের দুইজনকে আটক করেছে।  </p> <p>প্রত্যক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ আগে তার স্বামীর বুকের বাম পাশে ফোঁড়া উঠে।  দুদিন আগে ফোড়ার ব্যাথা বেশি হলে তাকে শ্রীবরদী হাসপাতালে নিয়ে আসেন। এ সময় দায়িত্বরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে শেরপুর সদর হাসপাতালে পাঠান। আজ তার পরীক্ষার জন্য এই হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের অফিস সহায়ক শাহিন মিয়া তাকে অপারেশন করার জন্য ইনজেকশন দেন। এর পরেই তার শরীরে কাপন ধরে। কয়েক মিনিট পরে মারা যান ময়দান আলী। এ সময় তার মারা যাওয়া দেখে দ্রুত এম্বুলেন্স নিয়ে অন্যত্র নেয়ার পরামর্শ দেন শাহিন মিয়া। কিন্তু ততক্ষণে ময়দান আলীর স্বজন ও অন্যরা ঘটনাস্থলে এলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1399461"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পদ্মার চরে চার রাসেলস ভাইপারকে পিটিয়ে মারল কৃষকরা" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/22/1719059812-95d2eecf0b37ebea12adc51873c0dd07.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">পদ্মার চরে চার রাসেলস ভাইপারকে পিটিয়ে মারল কৃষকরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/06/22/1399461" target="_blank"> </a></div> </div> <p>নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবি করা হয়েছে।</p> <p>শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অমিও জ্যোতি সাইফুল্লাহ জানান, ওই রোগীকে দুদিন আগে এই হাসপাতালে আনা হয়। রোগীর বুকের বাম পাশে ফোঁড়া অপারেশন করা সম্ভব হয়নি। তাই তাকে রেফার করা হয়েছে। </p> <p>তিনি আরো জানান, শাহিন মিয়া ওই হাসপাতালের একজন অফিস সহায়ক। তার অপারেশন করার কোনো অনুমতি নেই। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1399457"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, বিপৎসীমার নিচে নদীর পানি" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/22/1719057642-95d2eecf0b37ebea12adc51873c0dd07.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, বিপৎসীমার নিচে নদীর পানি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/06/22/1399457" target="_blank"> </a></div> </div> <p>শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।</p>