<p style="text-align: justify;">ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ২০টি নতুন ঢাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া শেখপাড়া গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. আবু বক্কর মাতুব্বরের নবনির্মিত ভবন থেকে এসব ঢাল উদ্ধার করা হয়। </p> <p style="text-align: justify;">তথ্যের সত্যতা নিশ্চিত করে সালথা থানার (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, ‘সংঘর্ষে ব্যবহার করার জন্য বড় খারদিয়া গ্রামের একটি বাড়িতে এসব ঢাল তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লেনসিটের নতুন ঢাল ও কাঠের হাতুল উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’  </p> <p style="text-align: justify;">শুক্রবার (২১ জুন) দুপুরে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল কালের কণ্ঠকে বলেন, ‘দেশীয় অস্ত্র উদ্ধারের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলে অনুমান করে কারো বিরুদ্ধে মামলা দেওয়া ঠিক হবে না। কারা ওই ঢালগুলো তৈরি করছে, তার সঠিক তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।’<br />  </p>