<p>চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায় মেঘনা নদীতে একসঙ্গে গোসল করতে নামার পর স্ত্রীর চোখের সামনে তীব্র স্রোতে ডুবে গেছেন স্বামী জহিরুল ইসলাম (৩০)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় চাঁদপুর লঞ্চ টার্মিনালের পাশে টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>জানা গেছে, খবর পেয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যে বিআইডাব্লিউটিএ ও নৌ ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরিদল নিখোঁজ জহিরুলের লাশের সন্ধানে অভিযান শুরু করেছে। কিন্তু ঘটনার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ জহিরের বাড়ি বরিশালে। তিনি তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে মেঘনাপাড়ের টিলাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তবে জহির কখনো অটো চালাতেন আবার কখনো লঞ্চ টার্মিনালে বাদাম বিক্রি করতেন।</p> <p>নিখোঁজ জহিরের ভাই নজরুল ইসলাম বলেন, ‘আমার ভাই সাঁতার জানত। এ জন্য প্রতিদিন এখানে গোসল করে। আজ বৃহস্পতিবার সকালে তার স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে নেমে আর ওঠেনি। আমরা ধারণা করছি, নদীর তীব্র স্রোতে আমার ভাই ডুবে গেছে।’</p> <p>চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়াজী বলেন, ‘আমরা খবর পেয়ে ডুবুরিদল নিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে তার সন্ধান করা কষ্ট হচ্ছে।’</p> <p>অন্যদিকে এ ঘটনার পর স্থানীয় শত শত নারী-পুরুষ ও শিশুরা নদীর পাড়ে ভিড় করেছে। সেখানে জহিরুল ইসলামের স্বজনদের আহাজারি করতেও দেখা গেছে।</p>