<p>চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (৪৫)। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে। নিহত জাহাঙ্গীর আলম পরিবারের বড় ছেলে। ৫ ভাইয়ের মধ্যে সে সবার বড়। </p> <p>নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জুন) সকাল ৯টার দিকে তার নিজ এলাকায় একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎতায়িত হন। এসময় বিষয়টি দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে আসে। এ সময় হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সায়মুনা জেসমিন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীর নামের এক যুবককে বেশ কয়েকজন লোক জরুরি বিভাগে নিয়ে আসে। এসময় আমরা তাকে মৃত অবস্থায় পাই। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগে পথেই তার মৃত্যু হয়েছে।</p> <p>নিহতের ছোট ভাই দিদারুল আলম বলেন, তার নিজ ওয়ার্কশপে কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎতায়িত হন। এসময় তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। মঙ্গলবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার ১২ বছর বয়সী ১ ছেলে ও ১০ বছর বয়সী ১ মেয়ে স্ত্রী রয়েছে।</p> <p>পটিয়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. আকরাম বলেন, এরকম কোনো সংবাদ আমরা পাইনি। বিষয়টি আমরা খবর নিয়ে দেখছি।</p>