<p>কু‌ড়িগ্রা‌মের উলিপুরে প্রতিপ‌ক্ষের দেশীয় অস্ত্রের আঘা‌তে মোক্তফ আলী (৪৮) না‌মের এক ব‌্যক্তির মৃত‌্যু হয়ে‌ছে। র‌বিবার (৯ জুন) দুপুর ১২টার দি‌কে উপ‌জেলার বেগমগঞ্জ ইউনিয়‌নের ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত ব‌্যাপারীপাড়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। নিহত মোক্তফ আলী ওই গ্রামের মনছর আলীর ছেলে। </p> <p>স্থানীয় ইউপি সদস‌্য শ‌ফিকুল ইসলাম জানান, মোক্তফ আলীর স‌ঙ্গে একই গ্রা‌মের খয়ব‌র আলীর জ‌মি নি‌য়ে বি‌রোধ চ‌লে আস‌ছিল। সম্প্রতি ব্রহ্মপুত্র ন‌দের ভাঙ‌নে মোক্তফ আলীর বসত ঘর ভে‌ঙে যায়। র‌বিবার সকা‌লে ব‌্যাপারীপাড়‌া নতুন চ‌রে বি‌রোধপূর্ণ জ‌মিতে ঘর তুল‌তে যান মোক্তফ আলী। এ সময় খয়বর আলীর ছে‌লে শ‌ফিকুল ইসলাম, হা‌নিফ আলীর ছে‌লে‌ মোন্তাজ, এনতাজ, নুর ইসলা‌মের ছে‌লে র‌বিউল ইসলাম অত‌র্কিতভা‌বে দেশীয় অস্ত্র দি‌য়ে মোক্তফ আলী‌র ওপর হামলা করে। এতে ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয়।</p> <p>উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ব‌লেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থ‌লে এসে‌ছি। প্রাথ‌মিক সুরতহাল শে‌ষে লাশ ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠানো হ‌চ্ছে। দীর্ঘ ১৭ বছর ধরে জ‌মিজমা নি‌য়ে তা‌দের বি‌রোধ চ‌লে আস‌ছিল। তারা সম্প‌র্কে মামা‌তো ফুফা‌তো ভাই ব‌লে জান‌তে পে‌রে‌ছি। এ বিষ‌য়ে পরবর্তী‌ আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌চ্ছে।’</p>