<p style="text-align: justify;">গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবরে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। সোমবার (৩ জুন) রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিএমপির বাসন থানা এলাকার কাশেম টেক্সটাইল মিলের সামনে এই ঘটনা ঘটে। </p> <p style="text-align: justify;">প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিয়াকৈরের চন্দ্রা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তাগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক পথচারীকে চাপা দিয়েছে এমন খবরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসের যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।</p> <p style="text-align: justify;">জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক কালের কণ্ঠকে বলেন, ‘উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা বাসচাপায় আহত বা নিহত রোগীকে খুঁজছি।’</p>