<p>স্থগিত হওয়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ জুন এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি। </p> <p>রবিবার (২৬ মে) দুপুর বারোটায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালক-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।</p> <p>সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন ওই চিঠির বরাতে জানান, সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন যে পর্যায়ে স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে আইন ও বিধি অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্ব নির্দেশনার আলোকে পদ্ধতিগতভাবে ৪র্থ ধাপে ৫ জুন ভোটগ্রহণের মাধ্যমে  নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।</p> <p>এর আগে গত ৭মে সরিষাবাড়ী উপজেলা পরিষদ  নির্বাচনের ১৬ ঘন্টা আগে ওই উপজেলার সকল পদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে ৮ মে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন।পরবর্তীতে রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্টে রিট করেন। পরে হাইকোর্ট বিভাগ গত ৬ মে তার প্রার্থিতা বহালের আদেশ দেয়। পরদিন মঙ্গলবার (৭ মে) হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলে উচ্চ আদালত নতুন কোন আদেশ দেয়নি। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।</p> <p>সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রফিকুল ইসলাম রফিক (আনারস প্রতীক) ও তালেব উদ্দিন (দোয়াত কলম প্রতীক)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আল—আমিন হোসাইন শিবলু (তালা প্রতীক) ও গোলাম মোস্তফা গণেশ (চশমা প্রতীক), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা শিখা ( কলসি প্রতীক) ও জেলি আক্তার ( ফুটবল প্রতীক) প্রতিদ্বন্দিতা করবেন। উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯২টি কেন্দ্রের ৭৮৫টি বুথে ভোট গ্রহণ চলবে। এছাড়া ওই উপজেলায় মোট পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৩৩৬ জন, মহিলা ভোটার ২ লাখ ৯৩ হাজার ৯১৮জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১জন।</p>