<p style="text-align: justify;">বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় একটানা ৩০ বছর শিক্ষকতা করেছেন তিনি। চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রায় এক যুগ বরিশাল জেলা শিক্ষক সমিতির নেতৃত্ব দিয়েছেন। মনে প্রাণে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হলেও কখনো আওয়ামী লীগের নেতৃত্বে আসেননি। তবে হঠাৎ করেই বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে হয়েছেন চেয়ারম্যান প্রার্থী। প্রচার প্রচারণায় তেমন একটা দহররম মহরম ছিল না তার। পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তেমন একটা আলোচনায়ও ছিলেন না তিনি। </p> <p style="text-align: justify;">তবে গতকাল বুধবার অনুষ্ঠিত বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হয়েছেন বিজয়ী। তার নাম আব্দুল মালেক হাওলাদার। তিনি শিক্ষক থেকে সরাসরি জনপ্রতিনিধি হওয়ার বিষয়ে বিস্মিত বরিশালের মানুষ। </p> <p style="text-align: justify;">বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ হাজার ৮০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী আব্দুল মালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নগর আওয়ামী লীগের সদস্য এসএম জাকির হোসেন ১৭ হাজার ৪১৪ ভোট পেয়েছেন। এছাড়া আরেক চেয়ারম্যান প্রার্থী বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন (আনারস) ১৪ হাজার ১৪১ ভোট ও বিএম কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুর রহমান মধু (ঘোড়া প্রতীক) ১১ হাজার ২৭০ ভোট ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি (দোয়াত-কলম) পেয়েছেন ৭ হাজার ৮৬৮ ভোট। বুধবার রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।</p> <p style="text-align: justify;">পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন (তালা) বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বরিশাল মহানগর মহিলা লীগের সদস্য হালিমা বেগম হ্যাপী (কলস)।</p> <p style="text-align: justify;">পুরুষ ভাইস চেয়ারম্যান পদের চার প্রার্থীর মধ্যে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন (তালা) ২৯ হাজার ৯৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির ব্যক্তিগত কর্মকর্তা মাহিদুর রহমান মাহাদ (বই) ২৪ হাজার ৩৭৩ ভোট পেয়েছেন। এছাড়া বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদ মোহাম্মদ শাহনেওয়াজ (উড়োজাহাজ) ৫ হাজার ৪৭৮ ভোট ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীর (মীর টিউবওয়েল) ৮ হাজার ৯১৮ ভোট পেয়েছেন। </p> <p style="text-align: justify;">মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বরিশাল মহানগর মহিলা লীগের সদস্য হালিমা বেগম হ্যাপী (কলস) ৪১ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বরিশাল সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেহার বেগম (হাঁস) ১৬ হাজার ২৮৮ ভোট ও অপর প্রার্থী মারিয়া আক্তার (ফুটবল) পেয়েছেন ১০ হাজার ৩২২ ভোট। </p> <p style="text-align: justify;">এ উপজেলায় মোট বৈধ ভোটের সংখ্যা ৭০ হাজার ৫০০টি। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৯৩২টি। মোট ৭৪ হাজার ৪৩২টি ভোটগ্রহণ হয়েছে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৫ হাজার ২৯৯টি।</p> <p style="text-align: justify;">রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন করেছি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হয়েছে।</p> <p style="text-align: justify;">এদিকে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে রাজিব আহম্মেদ তালুকদার (প্রতীক কাপ পিরিচ) ৩৭ হাজার ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশ্বাস মুতিউর রহমান (প্রতীক আনারস) ৩৫ হাজার ১৫৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ২ হাজার ৩৯৫ ভোট বেশি পেয়ে রাজিব আহম্মেদ তালুকদার বিজয়ী হয়েছেন। বুধবার (৮ মে) রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।</p> <p style="text-align: justify;">এ ছাড়া বাকি দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন স্থানীয় আওয়ামী লীগ ফিরোজ আলম খান (দোয়াত কলম) পেয়েছেন ১ হাজার ৫১ ভোট। আরেক চেয়ারম্যান প্রার্থী স্থানীয় আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম খান (মোটরসাইকেল) পেয়েছেন ২৮৩ ভোট। এ উপজেলার ১১৩টি ভোট কেন্দ্রে মোট ভোট গ্রহণ হয়েছে ৭৪ হাজার ৩৭ জনের। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ এক হাজার ২০২ জন। </p>