<p>ময়মনসিংহের ভালুকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় দুটি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তা দুটির উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা। এতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম ইট ব্যবহার করতে ইটের মাঝে বাড়তি ফাঁক রাখা, নতুন ইটের সঙ্গে পুরনো ইট ব্যবহার ও সাড়ে আট ফুট রাস্তার প্রস্থ ছয় ইঞ্চি কমিয়ে আট ফুট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।</p> <p>বিষয়টি জানাজানি হওয়ায় উপজেলা প্রকল্প কর্মকর্তা সোমবার (২২ এপ্রিল) পরিদর্শনে গিয়ে রাস্তা দুটির সব ইট তুলে সঠিক নিয়ম ও মাপে নতুন করে কাজ করার নির্দেশ দিয়েছেন।</p> <p>উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সাড়ে আট ফুট প্রস্থে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের পানিভাণ্ডা জৈনাতলী বাজার থেকে কালামের মোড় পর্যন্ত এক হাজার ফুট এবং পাশের পানিভাণ্ডা সাইফুলের বাড়ি থেকে নজরুলের দোকান পর্যন্ত এক হাজার ফুট, মোট দুই হাজার ফুট রাস্তা এইচবিবি (হেরিং বন্ড বন্ডিং) দ্বারা উন্নয়ন করা হচ্ছে। একটি প্রকল্প কমিটির মাধ্যমে ২০ লাখ টাকার কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।</p> <p>সোমবার দুপুরে সরেজমিনে গেলে পানিভাণ্ডা বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবদুর রাজ্জাক অভিযোগ করেন, চার থেকে পাঁচ ইঞ্চি দূরে দূরে ইট বসিয়ে এবং ইটের ফাঁকা স্থান বালু দিয়ে ভরাট করে রাস্তার সলিং করা হয়েছে। অথচ ইটের মাঝখানে ফাঁকা থাকার কথা না। সলিংয়ের নিচে চার ইঞ্চি বালু দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।</p> <p>স্থানীয় মো. নুরুল ইসলাম বলেন, ‘আগের করা ১০০ ফুট রাস্তার পুরনো ইট তুলে নতুন রাস্তায় ব্যবহার করা হয়েছে। কোথাও আধাহাত কোথাও চার ইঞ্চি ফাঁক রেখে ইটের সলিং করা হয়েছে। রাস্তাটি সাড়ে আট ফুট প্রস্থে করার কথা থাকলেও করা হচ্ছে আট ফুট।’</p> <p>রাস্তার কাজের হেড মিস্ত্রি মো. রমজান আলী জানান, স্থানীয় চেয়ারম্যান তাঁকে এক থেকে দেড় ইঞ্চি ফাঁক রেখে ইট বসিয়ে রাস্তার সলিং করতে বলেছেন। কিন্তু কাজের লোকেরা কোথাও কোথাও চার-পাঁচ ইঞ্চি ফাঁক রেখে সলিংয়ের ইট বসিয়ে ফেলেছে।</p> <p>ওই রাস্তার উন্নয়ন প্রকল্পের সভাপতি, স্থানীয় ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী বলেন, ‘লেবাররা কাজ করেছে। ভুল-ত্রুটি তো হতেই পারে।’</p> <p>উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. নায়েমা তাবাচ্ছুম শাহ বলেন, ‘উপজেলার মেদুয়ারী ইউনিয়নের দুটি রাস্তার উন্নয়নকাজে অনিয়মের সংবাদ পেয়ে রাস্তা দুটি পরিদর্শন করেছি। অনিয়ম পরিলক্ষিত হওয়ায় রাস্তায় বসানো সব ইট তুলে সঠিক মাপ ও নিয়মে রাস্তা দুটি নতুন করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে কাজের বিল পরিশোধ করা হবে না।’</p>