<p>কুমিল্লার দাউদকান্দিতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। ছিনতাইয়ের পরদিন একটি ডোবা থেকে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।</p> <p>আজ শুক্রবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা দৈয়ারা গ্রামের একটি ডোবা থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। নিহত চালকের নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দাউদকান্দি মডেল থানায় নেওয়া হয়। </p> <p>নিহত সফিউল্লাহ (৪০) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুকু মিয়ার ছেলে। তাঁর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। </p> <p>পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সফিউল্লাহ অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। ঈদের আগের দিন বিকেল ৫টা পর্যন্ত অটো চালিয়ে ছেলে-মেয়েদের জন্য ঈদের বাজার করেন। ঈদের দিন স্ত্রী খালেদাকে জানান, রাত ১১টা পর্যন্ত অটো চালিয়ে তিনি বাড়ি ফিরবেন। রাত সাড়ে ১১টা বাজলে স্ত্রী তাকে ফোনে না পেয়ে আত্মীয়-স্বজনদের খবর দেন। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্ধান চাওয়া হয় এবং পুলিশকে জানানো হয়। অতঃপর আজ হাড়িয়ালা চকের ডোবায় সফিউল্লাহর মরদেহ ভেসে উঠলে পুলিশ এসে তা উদ্ধার করে। </p> <p>স্ত্রী খালেদা বলেন, ছিনতাইকারীরা আমাকে ঈদ করতে দেয়নি। আমি এখন দুই মেয়েসহ চার সন্তানকে নিয়ে কিভাবে বাঁচব! আল্লাহ ভালো জানেন। </p> <p>গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ওমর ফারুক বলেন, নিহত চালকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁর দুই পা বাঁধা ছিল। তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুমিল্লা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। </p>