<p>কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অন্যতম নেতা চেওসাং বমকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর কম্পানি কমান্ডার লে. কর্নেল এসএম সাজ্জাদ হোসেন।</p> <p>গ্রেপ্তার চেওসাং বম ‘কেএনএফ’ এর আদি সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও)’ এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং ‘কেএনএফ’ প্রধান নাথান বমের ঘনিষ্ঠজন বলে দাবি করেছে র‌্যাব।</p> <p>রবিবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন তিনি জানান, ‘গ্রেপ্তার চেওসাং এর বাড়ি থেকে দুটি বন্দুক উদ্ধার করা হয়েছে। র‌্যাব ১৫ সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য তার পরিবারের আরেকজন সদস্যকে আটক করে। তবে এখনো তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।</p> <p>সাজ্জাদ হোসেন আরো বলেন, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে র‌্যাব ১৫ নিশ্চিত হয় অভিযুক্ত চেওসাং শ্যারনপাড়ায় তাঁর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাব ১৫ সদস্যরা চেরসাং এর বাড়ি ঘেরাও করে। রবিবার ভোরে র‌্যাব সদস্যরা চেওসাং এর বাড়িতে অভিযান চালায়। পরে একটি স্টিল ফ্রেম কুঠুরি থেকে চেওসাংকে বের করে আনা হয়। সেখান থেকে চেরসাংসহ তাঁর পরিবারের আরেকজনকে র‌্যাব ১৫ এর লিয়াজু ক্যাম্পে নিয়ে আসা হয়। </p> <p>তিনি জানান, সন্ত্রাসীদের আটক করার লক্ষে রুমাসহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে র‌্যাব সদস্যরা। যেকোন সময় আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে আশা করেন ওই র‌্যাব কর্মকর্তা।</p>