<p style="text-align: justify;">ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজে দগ্ধ একই পরিবারের চাজনের মধ্যে দুইজন মারা গেছেন। গত পাঁচ দিন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার পর গতকাল রবিবার রাতে মারা যান নরুল ইসলাম নান্নু ও তার স্ত্রী সুফিয়া বেগম (৫০)। </p> <p style="text-align: justify;">এ ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন নান্নুর মেয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের শিক্ষার্থী নিশরাত জাহান সাথী (২২) ও ছেলে সাভার মডেল কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী আল হাদী সোহাগ (১৮)। </p> <p style="text-align: justify;">হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনে সাথীর ১৬ ভাগ ও সোহাগের ৩৮ ভাগ পুড়ে গেছে। </p> <p style="text-align: justify;">এর আগে গত বুধবার রাতে ধামরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোকামটোলা মহল্লার আমেরিকাপ্রবাসী ইব্রাহিম হোসেনের চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে সাহরির জন্য রান্না করতে রান্নাঘরে যান সুফিয়া বেগম। তিনি গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।</p>