<p style="text-align: justify;">পরিবহনে বাধা দেওয়ায় ক্ষুব্ধ চালক পাহাড়ের মাটিবোঝাই ডাম্প ট্রাক দিয়ে পিষে হত্যা করেছে একজন সরকারি বন বিট কর্মকর্তাকে<span lang="DA" style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span>এমন অভিযোগ উঠেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সরকারি পাহাড়ের মাটি ধ্বংসকারী একটি সংঘবদ্ধ পাহাড়খেকো দলের বিরুদ্ধে। </p> <p style="text-align: justify;">নিহত বন বিট কর্মকর্তার নাম সাজ্জাদুজ্জামান (৩২)। তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া উপজেলার দুছড়ি বন বিট অফিসে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সীগন্জ জেলার গজারিয়ায়। এ ঘটনায় আরো একজন বনকর্মী আহত হয়েছেন। আহত মোহাম্মদ আলী নামের বাগানমালীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। </p> <p style="text-align: justify;">সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এমন নির্মমতার শিকার বন বিট কর্মকর্তা (ফরেস্টার) সাজ্জাদুজ্জামান মাত্র তিন বছর আগে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি কক্সবাজারের উখিয়ায় যোগদান করার পর থেকে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে রিতীমত ‘যুদ্ধ’ চালিয়ে আসছিলেন। এ কারণে উখিয়ার পাহাড়খেকো সন্ত্রাসী দলগুলোর সদস্যরা নবীন এ বিট কর্মকর্তার ওপর ক্ষুব্ধ ছিলেন।</p> <p style="text-align: justify;">কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সরোয়ার আলম আজ রবিবার সকালে জানান, রাত ৩টার দিকে সাহরির সময় এমন জঘন্য ঘটনাটি ঘটেছে। নিহত বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান দুছড়ি সরকারি পাহাড় কেটে মাটি পরিবহনের খবর পেয়ে প্রতিরোধ করতে যান। বিট কর্মকর্তা তাঁর সহকর্মীদের নিয়ে পাহাড় কাটার ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ডাম্প ট্রাকে মাটি ভরা হচ্ছে। তিনি নিষেধ করলেও পাহাড় কাটার শ্রমিকরা তা না শুনে ট্রাক ভর্তি করতে থাকে। </p> <p style="text-align: justify;">এ বিষয়ে উখিয়ার বন রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম কালের কণ্ঠকে জানান, বিট কর্মকর্তা ডাম্প ট্রাকটির চালককে দফায় দফায় মাটি পরিবহনে বাধা দেন। এতে ডাম্প ট্রাকের চালকের সঙ্গে বিট কর্মকর্তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বিট কর্মকর্তা সাজ্জাদ স্থানীয় হরিনমারা নামক এলাকায় সড়কের ওপর মাটিবোঝাই ডাম্প ট্রাকটি আটকের জন্য দাঁড়িয়ে যান। </p> <p style="text-align: justify;">রেঞ্জ কর্মকর্তা আরো জানান, পাহাড় কাটার ডাম্প ট্রাকটির মালিক হচ্ছেন হরিনমারা গ্রামের সৈয়দ করিম ও হত্যাকারী চালকের নাম বাপ্পা। </p> <p style="text-align: justify;">এ সময় ক্ষুব্ধ চালক দ্রুত ডাম ট্রাকটি সড়কে বিট কর্মকর্তাকে লক্ষ্য করেই পিষে দেয়। এতে ঘটনাস্থলেই বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান নাড়িভুঁড়ি বেরিয়ে মারা যান। এর কয়েক মাস আগে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মধুঘোনা নামক এলাকায় রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমকেও অনুরূপভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানান তিনি।</p> <p style="text-align: justify;">এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, পাহাড় কাটা বন্ধ করতে গিয়ে পাহাড়খেকো লোকজনের ডাম্প ট্রাক পিষে বিট কর্মকর্তা নিহতের ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় জড়িত ট্রাক মালিক ও চালকসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান শুরু করা হয়েছে।</p>